চট্টগ্রাম পৌর জহুর হকার্স মার্কেটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিল উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হক। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক আনিছুজ্জামান আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন কাজী শিহাব উদ্দিন, নুরুল হক আল কাদেরী, শহিদুল ইসলাম আল কাদেরী প্রমুখ। উপস্থিত ছিলেন ফজলুল আমিন, আবু আহম্মদ আবু, জালাল উদ্দিন, মোহাম্মদ হোসাইন বাবুল, হারুনুর রশীদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের শ্রমজীবি মানুষের কথা চিন্তা করে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সব সময় সোচ্চার ছিলেন। সেই সোচ্চারের সফলতা হচ্ছে আজকের জহুর হকার্স মার্কেট। তিনি যেভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন আমরাও চট্টগ্রামের মানুষের কল্যাণে সেই ভাবে কাজ করবো। বক্তারা প্রতিটি কর্মে ও ক্ষেত্রে আমাদেরকে নবী করিম (দ.) এর সুন্নাহ অনুসরণ ও অনুকরণ করতে হবে। রাসুলের সুন্নাহ অনুসরণ করতে পারলে মুমিনের প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












