ডিবেটিং সোসাইটির অফিস থেকে ২০ ট্রফি চুরি

চবি প্রতিনিধি | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) অফিস ভেঙে একটি সিলিং ফ্যান ও ২০ টি ট্রফিসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয় সংগঠনটি। সংগঠনটি জানায়, গত ৩ নভেম্বর সিইউডিএসের অফিস কক্ষের টিনের চাল ভেঙে একটি ফ্যান, ২০ টি ট্রফি চুরি করে দুর্বৃত্তরা। এছাড়া ৫টি ট্রফি ভাঙচুরও করা হয়। অফিসের সামনে থাকা ব্যানার ঝোলানোর লোহার স্ট্যান্ডও চুরি হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বিতর্ক সংগঠনের অফিস কক্ষটি মেরামতের আবেদন করা হলেও কাজটি সম্পন্ন করা হয়নি। সংস্কার করা হলে হয়তো এমন অনাকাঙ্‌ক্িষত ঘটনা ঘটতো না।
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল আসাদ আজাদীকে বলেন, আমাদের অফিস কক্ষটি মেরামত করার জন্য দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে আসছি, কিন্তু কাজটি করা হচ্ছে না। তিনি বলেন, গত ৩ নভেম্বর আমাদের অফিসের টিন ভেঙে চুরি ও ভাঙচুর করা হয়েছে। এতে আমাদের অনেক পুরনো ট্রফিগুলো গচ্চা গেল। স্মৃতি হিসেবে ছিল এগুলো, সিনিয়রদের বলার মত মুখও নাই। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত মেরামত কাজটি করার ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগলাকাটা ভাড়া নির্ধারণ প্রতিহত করা হবে
পরবর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ অর্ধশতাধিক দোকান