ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে গত ৭ দিনে প্রতিন্দ্বন্দ্বী প্রার্থীদের ৩০টির অধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। যার অধিকাংশ কোন তদন্ত হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারীরা। ফলে ভোটের দিন যত ঘনিয়ে আসছে আচরণবিধি লঙ্ঘনের পরিধি ততই বাড়ছে। আগামী ১১ নভেম্বর সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আজম। তিনি নির্বাচনে দায়িত্বে থাকা রিটানিং অফিসারের কাছে অভিযোগ করেছেন প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছেন। এছাড়া পোস্টার ও ব্যানারে ভুয়া ডিগ্রি ব্যবহার করে ভোটারদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছেন। তিনি বলেন, তার প্রতিপক্ষ প্রার্থী আবদুল করিম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা না করেও পোস্টারে মাস্টার লিখেছেন। তা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অভিযুক্ত আবদুল করিম বলেন, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি না করলেও এলাকাবাসী মাস্টার নামে ডাকেন। তাই তিনি মাস্টার শব্দটি ব্যবহার করেছেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে করা অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।
সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ ইয়াকুব প্রতিদ্বন্দ্বিতা করছেন আপেল প্রতীক নিয়ে। তিনি রিটানিং অফিসারের কাছে গত ২৯ অক্টোবর অভিযোগ করেছেন প্রতিদ্বন্ধী প্রার্থী তার প্রচারের জন্য দেওয়া পোস্টার ছিঁড়ে তা জ্বালিয়ে দিয়েছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচনী কর্মকর্তা ও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজ্বী মোহাম্মদ লোকমান অভিযোগ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ছাড়াও তার সমর্থকদের নির্বাচনী কাজে বাধা ও হামলা চালিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম জানান, এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ রিটার্নিং অফিসার তার কাছে পাঠায়নি। নির্বাচনী এলাকায় গিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখতে পেলে ব্যবস্থা নিচ্ছেন তিনি। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলেন, প্রতিদিন প্রার্থীদের অভিযোগ গ্রহণের পর ব্যবস্থা নিতে থানায় পাঠানো হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটও আচরণবিধির বিষয়টি দেখছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩০টি অভিযোগ পাঠানো হয়েছে। তারা প্রতিটি অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন।