ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত চট্টগ্রাম মহানগরের অনূর্ধ্ব-১৬ বালকদের হকি প্রতিযোগিতা গতকাল ৬ নভেম্বর চট্টগ্রাম আইন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় রাসেল স্মৃতি সংসদ দল পাথরঘাটা চট্টলা ক্লাব দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাহেদুল আলম সুমনসহ ক্রীড়ামোদি দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন কাজী মইনুল হোসাইন।