মোশাররফ করিমের বিপরীতে পার্নো মিত্র

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের সিনেমায় আবারও কাজ করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’তে দেখা যাবে তাকে। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এতে পার্নোর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘বিলডাকিনী’ সিনেমায় অভিনয়ের বিষয়ে পার্নো ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য, ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। উনার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। সিনেমায় মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ। বিষয়টি নিয়ে পরিচালক তুহিন ও অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি। এদিকে জানা যায়, এটি নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। রাজশাহী অঞ্চলের কাছে একটি গ্রামে হবে সিনেমার শুটিং। যা শুরু হবে ডিসেম্বরেই।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করলেন নাফিজা
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ বালকদের হকি প্রতিযোগিতা সম্পন্ন