একসাথে খেলা, মৃত্যুও একসাথে

পুকুরে ডুবে মারা গেল দুই শিশু

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ব্লকের দাতিনাখালী পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো দাতিনাখালী পাড়ার মোহাম্মদ জুয়েলের পুত্র আবু বক্কর (৩) ও ফিরোজ আহমদের পুত্র আমির হামজা (৩)। বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু বক্করের পিতা মোহাম্মদ জুয়েল বলেন, আবু বক্কর ও আমির হামজা প্রতিদিন একসাথে খেলাধুলা করে। সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে বাড়ির পাশের একটি পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এ সময় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিকে একসাথে দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তাদের পরিবারে চলছে শোকের মাতম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ধর্মঘটেও চলেছে বিআরটিসির ৭শ বাস-ট্রাক
পরবর্তী নিবন্ধআগামী ১৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম