ইউরোপে ফের বাড়ছে সংক্রমণ

কোভিড

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:১২ পূর্বাহ্ণ

ইউরোপ আবারও কোভিড মহামারীর একটি উপকেন্দ্রে পরিণত হওয়ার ঝুঁকির কথা জানিয়ে সামনের দিনগুলোর জন্য সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মহাদেশটিতে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও-র ইউরোপ অঞ্চলের প্রধান হানস ক্লুগ বলেছেন, ইউরোপ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মহামারীতে আরও ৫ লাখ মৃত্যু দেখতে পারে। সংক্রমণের এই নতুন ঊর্ধ্বগতির জন্য মূলত অপর্যাপ্ত টিকাদানকেই দায়ী করেছেন তিনি। আমাদের কৌশল বদলাতে হবে, কোভিড-১৯ এর ঊর্ধ্বগতি মোকাবেলার বদলে এমনটা যেন না হয় সেজন্য পদক্ষেপ নিতে হবে, বলেছেন তিনি। খবর বিডিনিউজের। ইউরোপে সামপ্রতিক মাসগুলোতে টিকাদানের হার ক্রমাগত শ্লথ হয়েছে। স্পেনে টিকা পাওয়ার উপযুক্তদের ৮০ শতাংশ এরই মধ্যে দুই ডোজ পেয়ে গেলেও ফ্রান্স ও জার্মানিতে এই হার তুলনামূলক কম, যথাক্রমে ৬৮ ও ৬৬ শতাংশ। মধ্য ও পূর্ব ইউরোপের অনেক দেশে এই হার আরও কম। গত মাস পর্যন্ত রাশিয়া মাত্র ৩২ শতাংশকে টিকার সব ডোজ দিতে পেরেছে।
ক্লুগ জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপনায় শিথিলতাকেও ইউরোপ অঞ্চলে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের আওতায় যে ৫৩টি দেশ রয়েছে, তার মধ্যে মধ্য এশিয়ার একাংশও পড়ে; এই অঞ্চলটি এখন পর্যন্ত মহামারীতে প্রায় ১৪ লাখ মৃত্যু দেখেছে।

পূর্ববর্তী নিবন্ধকভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট!
পরবর্তী নিবন্ধবিহারে ভেজাল মদ পানে ২৪ মৃত্যু