চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের চেয়ে ফেল বেশি

আজাদী অনলাইন | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৫ দশমিক ৯৯ শতাংশ। সেই হিসেবে পাশের চেয়ে ফেলের হার বেশি।

আজ শুক্রবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।

‘এ’ ইউনিটে পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন যা ৪৫ দশমিক ৯৯ শতাংশ। ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। যা ৫৪ দশমিক ১ শতাংশ। সর্বোচ্চ নম্বর উঠেছে ১০৯ দশমিক ৫০। বাংলানিউজ

এর আগে গত সোমবার ও মঙ্গলবার (১ ও ২ নভেম্বর) ৪ শিফটে নেওয়া হয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ৯২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ১৩ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে আগুনে পুড়েছে ১০ বসতঘর
পরবর্তী নিবন্ধসবচেয়ে ‘অযোগ্য’ সভাপতি