মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি দোস্ত বিল্ডিং চত্বরে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সংগঠনের সভাপতি ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট কফিল উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শিব প্রসাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, এডভোকেট আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ, কমরেড অমৃত বড়ুয়া, এম.এ. ছালাম, মাস্টার এ. কে.এম মোফাজ্জল হায়দার, মোহাম্মদ হারুন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জমির, মির্জা আবুল বশর, নুর মোহাম্মদ প্রমুখ। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের অনুরোধ জানান। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পারিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।