অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বিব্রতকর পরাজয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। আগে ব্যাট করে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে দুই উইকেট হারালেও মাত্র ৩৮ বলেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিব্রতকর পরাজয় এটিই প্রথম নয়। আগের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা অলআউট হয়েছিল মাত্র ৮৪ রানে। এছাড়া হেরেছে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের কাছেও। সবমিলিয়ে সুপার টুয়েলভে হতাশার নতুন গল্প লিখে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ। গতকাল বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ স্বীকার করে নিয়েছেন, এমন পরাজয়ের ব্যাখ্যা দেয়া কঠিন। তবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটির কথা মনে করিয়ে দিয়ে দর্শক-সমর্থকদের কাছ থেকে ভবিষ্যতেও সমান সমর্থনের আশা ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেছেন, আপনি যদি সুপার টুয়েলভের খেলাগুলো দেখেন, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ দুইটি খুব কাছাকাছি গিয়েছিলাম। এর বাইরে বাকি সব ম্যাচে প্রতিপক্ষ আমাদের কোনো সুযোগই দেয়নি। আমি আশা করছি দর্শকরা আমাদের সমর্থন দিয়ে যাবে এবং আমরা তাদের জন্য ফলাফল বয়ে আনতে পারবো। তিনি আরও বলেন এমন পারফরম্যান্সের পর আসলে কিছু বলা কঠিন। অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের নজর দেয়া উচিত। বিশেষ করে ব্যাটিংয়ে। আমরা যেসব উইকেটে খেলেছি সেগুলো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিলো। দেশে ফেরার পর আমাদেরকে দেখতে হবে কোথায় আসলে ভুল হয়েছে দলের। অধিনায়ক মাহমুদউল্লাহও নজর দিয়েছেন এই দিকে। তার মতে টি-টোয়েন্টি ক্রিকেটে আপনাকে পাওয়ার প্লেতে ভালো করতে হবে।
বিশেষ করে যখন আপনার দলে ভালো হার্ড হিটার নেই। তাই আপনাকে মোমেন্টামটা এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা সেটি করতে পারিনি। মাহমুদউল্লাহ আরও বলেন, বিষয়টা হলো বিশ্বকাপ শুরুর আগে আমাদের নামের পাশে কিছু জয় ছিলো। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু আমাদের মধ্যে সেই তাড়নাটা ছিল না। আমাদেরকে এই জায়গাটা ঠিক করতে হবে।