রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩য় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৩টি ইউনিয়নের প্রার্থীদের বাছাই পর্ব সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন কমিশন। এবারের ইউপি নির্বাচনে ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের আ.লীগ সমর্থিত ২ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদিকে,গাইন্দ্যা ইউনিয়নের ১টি সদস্য আসন ও ১টি সংরক্ষিত মহিলা সদস্য আসনে প্রার্থী শুন্য রয়েছে। এই দুইটি আসনে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন না।
গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনাতনে নির্বাচনে অংশ গ্রহণকারি সকল প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীর উপস্থিতিতে তিনটি ধাপে বাছাই পর্ব সম্পন্ন হয়। গত মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো।
রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, ঘিলাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পুচিংমং মারমা। তাই ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হতে যাচ্ছে বলে এমনটাই ধারনা করা যাচ্ছে। বাঙ্গালহালিয়া ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আদোমং মারমা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা (স্বতন্ত্র), রশিদ আকন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও তিন ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান। প্রার্থীদের বাছাইপর্বও সম্পন্ন করেছেন বলে জানা গেছে। আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।