আসন্ন ইউপি নির্বাচনে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু। এতে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে উভয় প্রার্থী একে অপরের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কার্যালয়ে একাধিক অভিযোগ করেছেন। এ ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদক বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্তহীনতার কারণে তিনি স্বপদে বহাল থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া ও সাধারণ সম্পাদক এস এম আল মামুনের মধ্যে সমন্বয় না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী বহাল থাকলে বাঁশবাড়িয়ায় নৌকার প্রার্থীর জয়লাভ কষ্টসাধ্য হবে। এছাড়া প্রচারণা চালাতে গিয়ে এ ইউনিয়নে সহিংসতার রূপ নিচ্ছে। গতকাল বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম রাজু অভিযোগ করেন, তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রচারণা চালানোকালে তাঁর কর্মীদের উপর হামলা করছে প্রতিপক্ষের লোকজন।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম চৌধুরী বলেন, ইউনিয়নের জনগণ তাঁকে ভালোবাসে। তাই জনগণ আমাকে প্রার্থী করেছেন। বিদ্রোহী হলে দলীয় শৃক্সখলা ভঙ্গের বিষয়ে তিনি বলেন, তাঁদের ইউনিয়নে যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন না, তাই জনগণ যাকে চায় তিনি নির্বাচিত হবেন।
আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর জানান, আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এলাকার জনগণ কোন সন্ত্রাসী ও মাদকসেবী প্রার্থীকে ভোট দেবে না। বিদ্রোহী প্রার্থী দলের কোনো নির্দেশনার তোয়াক্কা করছেন না। আমি আশা করবো- নেত্রীর নির্দেশনা মেনে আওয়ামীলীগের উপজেলা ও জেলা কমিটি বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশনা দিয়ে বলেছেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্বাচন করলে তিনি সঙ্গে সঙ্গে বহিস্কার হবেন। আমি বাঁশবাড়িয়ার বিদ্রোহী প্রার্থীকে নেত্রীর নির্দেশনার কথা জানিয়েছি। এরপরও তিনি প্রার্থীতা প্রত্যাহার করেননি।