সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা আগামী ২৭ নভেম্বর সিজেকেএস সুইমিংপুলে শুরু হবে। গত ২ নভেম্বর সিজেকেএস সহ-সভাপতি ও সাঁতার কমিটির চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং সম্পাদক মাহমুদুর রহমান মাহবুবের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা শুরু করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনু ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আসলাম মোরশেদ, মো. মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, ফজল রব্বান সুইট, সদস্য রায়হান উদ্দিন রুবেল, আসাদুজ্জামান খান প্রমুখ। এতে অংশগ্রহণে ইচ্ছুক সিজেকেএস অনুমোদিত ক্লাব/সংস্থা সমূহকে আগামী ১২ নভেম্বর রাত ৮ টার মধ্যে ক্লাবের স্ব স্ব প্যাডে সম্মতি জানাতে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।