আব্দুর রাজ্জাকের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন এনামুল হক জুনিয়র। বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তৃতীয় রাউন্ড শুরুর আগে চার উইকেট দূরে ছিলেন এনামুল। সিলেটে বুধবার ম্যাচের চতুর্থ দিন জাহিদ জাভেদের উইকেটটি নিয়েই মাইলফলক স্পর্শ করেন বামহাতি এই স্পিনার। এনামুলের আগে বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক এই কীর্তি গড়েছিলেন। বাঁহাতি এই স্পিনার ৬৩৪ উইকেট নিয়ে অবসরে গেছেন।সেখানে এনামুল ১৩৬তম প্রথম শ্রেণির ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছেন। রাজ্জাক ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ১১৩ ম্যাচ। ফলে রাজ্জাকের চেয়ে ২৩ ম্যাচ বেশি খেলে এই কীর্তি গড়েছেন তিনি। এনামুলের ক্যারিয়ার সেরা বোলিং ৪৭ রানে ৭ উইকেট। ৩৪বার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি তার ৬বার ১০ উইকেট নেওয়ারও কীর্তি আছে।