বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে নিজেদের পরের তিন ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে ভারতকে। সেই যাত্রায় আফগান যুদ্ধে ভালোই জবাব দিল বিরাট কোহলিবাহিনী। ম্যাচে ৬৬ রানের বড় জয় পায় ভারত। গতকাল বুধবার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ টুয়ের ম্যাচে নামে দুদল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়। খবর বাংলানিউজের।
প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে। এবারের বিশ্বকাপে কোনো দলের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে আফগানিস্তান। এ জয়ে অবশ্য এখনও গ্রুপে চারে রয়েছে ভারত। চার ম্যাচের সবকটি জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দুই ও তিনে রয়েছে যথাক্রমে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে পাকিস্তানের সঙ্গে শেষ চারে যেতে হলে ভারতকে পরের দুই ম্যাচে জিততে তো হবেই, পাশাপাশি থাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।