রাইজিং ষ্টার ক্লাব ফুটবল দলের জার্সি উম্মোচন

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১২:৫৬ অপরাহ্ণ

সিজেকেএস সিডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী রাইজিং ষ্টার ক্লাবের ফুটবল দলের জার্সি উম্মোচন গতকাল ৩ নভেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উম্মোচন করেন ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিজয় কুমার চৌধুরী কিষান, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র দুবে, গভর্নিং বডির সদস্য সুভাষ কান্তি দে, রাইজিং ষ্টার ক্লাব জুনিয়রের সাধারণ সম্পাদক কাবেদুর রহমান কচি, ক্লাবের ফুটবল সম্পাদক আয়াজ মোহাম্মদ রকি, যুগ্ম সম্পাদক মো. জাহেদুল আলম, ক্লাবের সদস্য শাহেদ হোসেন, কামরুল আলম, মাহামুদুল হাসান, জাহেদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কটল্যান্ডকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধ‘দুবাই আর মিরপুর এক নয়’