পটিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় শুকনো খড়বাহী একটি পিকআপ ভ্যান ওল্টে চালকসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এতে পিকআপ চালক মো. ইলিয়াছ (৩২), সঙ্গে থাকা নুরুল হক (৫০), মফিজ (৩৫) ও আবছার (৫০) আহত হয়। তাদের সবার বাড়ি বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী বলে জানা গেছে। এদিকে ঘটনার পর দুর্ঘটনাস্থলের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ি থেকে ক্রেন এনে পিকআপটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, দোহাজারী থেকে ছেড়ে আসা শুকনো খড় বোঝাই একটি পিকআপ ভ্যান মইজ্জ্যারটেকের একটি গবাদী পশুর খামারে যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে পিকআপটি পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি সৌদিয়া পরিবহনের বাস পাশ থেকে ধাক্কা দেয়। সাথে সাথে পিকআপটি রাস্তার পাশে ওল্টে যায়। এসময় পিকআপ চালক ও সঙ্গে থাকা ৩ শ্রমিক গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয়। অন্যদিকে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে ক্রসিং হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।