গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঝুঁকিমুক্ত রাখতে কাজ করছে সরকার

বোয়ালখালীতে এলজিইডির সভায় মোছলেম উদ্দিন

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার আপোষহীনভাবে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনপদেও আজ সাধারণ মানুষের জীবন যাত্রার মানের আশাতীত উন্নতি ঘটেছে। গ্রামের যোগযোগ ব্যবস্থাকে সহজ ও ঝুঁকিমুক্ত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে পরিকল্পিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, তথ্য ও চিকিৎসা সেবা আজ মানুষের দোরগোড়ায়।
গতকাল মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, সওজ নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শফিউল আজম, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধইউপি ভোটের সহিংসতায় বিব্রত সিইসি