রেলওয়েকে হারিয়ে নওজোয়ানের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব শুভসূচনা করেছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের লিগে নিজেদের প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ২-১ গোলে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধ ১-১ গোলে ড্র ছিল। খেলার ১৯ মিনিটে নওজোয়ানের একটি আক্রমন থেকে বল পায় আক্তার হোসেন বাতু। তার শটে বাধা দেয় রেলওয়ে কিপার জাকারিয়া। দু’মিনিট বাদেই গোল পেয়ে যায় নওজোয়ান ক্লাব। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দূরপাল্লার দুর্দান্ত শট নেন মেহেদী হাসান বাপ্পি। তার শট জালে জড়ালে নওজোয়ান ১-০ গোলে এগিয়ে যায়। ৪১ মিনিটে গোল ফিরিয়ে দেয় রেলওয়ে রেঞ্জার্স। বাম প্রান্ত থেকে আল আমিনের দেয়া বলে গোলমুখে হেড নেন তৌহিদ ইসলাম। সে হেড ফিরিয়ে দেন নওজোয়ান কিপার ওবায়েদ হোসেন শুভ। ফিরতি বলে পুশ করে বল জালে দেন মো. ইরফান (১-১)। এই স্কোর লাইনে খেলার বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে নওজোয়ান আবার এগিয়ে যেতে সমর্থ হয়। রেলওয়ে কিপার জাকারিয়া বঙের বাইরে হ্যান্ডবল করেন। রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। বঙের বাইরে ফ্রি কিক থেকে চমৎকার এক শটে বল গোলে ঢুকিয়ে দেন নওজোয়ানের বিজয় চন্দ্র শীল (২-১)। ৪০ মিনিটে সমতা আনার জন্য ভালো একটি সুযোগ পায় রেলওয়ে রেঞ্জার্স। তাদের চমৎকার আক্রমনে গোলমুখে পা লাগাতে ব্যর্থ হয় রেলওয়ের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। বলটি দারুন সেভ করেন নওজোয়ান কিপার শুভ। বাকি সময় কোন দল আর জোড়ারো আক্রমন করতে পারেনি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব।
এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ দুলাল। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
আজ প্রথম বিভাগ ফুটবল লিগের কোন খেলা নেই। প্রিমিয়ার ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি।
গুরুত্বপূর্ণ এ খেলাটি অনিবার্য কারণে বিকাল ৩.৩০টার পরিবর্তে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলায় অংশ নেবে চট্টগ্রাম মোহমেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং বিসিআইসি ক্রীড়া সংসদ। এ খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। দুটি খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডেতেও অধিনায়কত্ব হারাতে পারেন কোহলি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে খাবার জোগাতে সন্তান বিক্রি