দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, উপযুক্ত পরিবেশ, অভিভাবকদের নজরদারী ও শিক্ষার্থীর ক্রমাগত চেষ্টা থাকলে একজন শিক্ষার্থী অসামান্য সাফল্য বয়ে আনতে পারে। যোগ্যতা না থাকলে মেধার প্রতিযোগিতায় আমরা পিছিয়ে থাকবো যা হবে দেশের সার্বিক অগ্রগতির পথে অন্তরায়। শিক্ষকদের বেতন বৃদ্ধি, বৃত্তি প্রদান, মাল্টিমিডিয়া ক্লাস রুম, পরীক্ষা পদ্ধতিকে যুগপোযোগী করে গড়ে তোলা, ফ্রি বই বিতরণ ও সেশন জট না হওয়ার ফলে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সরকার শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বাস্তবসম্মত কর্মসূচি অব্যাহত রেখেছে। তিনি গতকাল সোমবার মোহরা ছাফা মোতালেব কলেজের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীনা পানি চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, এম এ সোবহান, আবুল কালাম দুলাল, ফয়সাল চৌধুরী, নঈম উদ্দিন খান, শাহনাজ বেগম, রহমত উল্লাহ, নুরুল ইসলাম, হাজী সাইফুদ্দিন ইলিয়াছ ইলু, শফিকুর রহমান, মো. জাহেদ, দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












