জলবায়ু পরিবর্তন রোধে নগরীর উত্তর কাট্টলীতে অ্যাকশন এইডের সহযোগিতায় ‘হাঁটার অভ্যাস গড়ে তুলি, জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখি’ স্লোগানে দিনব্যাপী পূর্বার আর্থ ওয়ার্ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর আবিদা আজাদ। পূর্বার সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের তত্ত্বাবধানে দিনব্যাপি বিভিন্ন পর্বে অতিথি ছিলেন উত্তর কাট্টলী বিশ্বাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার জাহান, কাট্টলী আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষিকা তাপসী রানী দাস, পূর্বার সদস্য মো. রায়হান। বক্তব্য রাখেন শিক্ষার্থী তাহসিন হাসান রাতুল, শাহরিয়া ফারজানা জিতু। ক্যাম্পেইনের বিভিন্ন পর্বে বক্তারা বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা ও জলবায়ু সংকট বিশ্বের জন্য নতুন সংকট। এই সংকট কাটিয়ে উঠতে হলে কার্বণ নিঃসরণ কমাতে হবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা, সাইক্লিং বা গণপরিবহনের ব্যবহার কার্বন নির্গমন কমিয়ে আনার পাশাপাশি আপনাকে ফিট রাখতে সাহায্য করবে। প্রেস বিজ্ঞপ্তি।










