ঢাকা-চট্টগ্রামের যাতায়াতের মধ্যখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হলো ফেনী জেলা। শিক্ষা ব্যবস্থায় ফেনী জেলার অগ্রগতি উল্লেখযোগ্য। বর্তমান ফেনী জেলার স্বাক্ষরতার হার ৬৯.৬%। এছাড়াও ফেনী জেলার রয়েছে প্রাথমিক বিদ্যালয় ৫২৮ টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৯ টি, মাধ্যমিক বিদ্যালয় ১৫৫ টি, মাদ্রাসা ৯৭ টি, গার্লস ক্যাডেট কলেজ ১ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০ টি, ডিগ্রী কলেজ ১১ টি। প্রতিবছর উচ্চ মাধ্যমিক থেকে পাশ করে বাহির হয় হাজারো শিক্ষার্থী। কিন্তু তারা উচ্চ শিক্ষার জন্য অন্যান্য বিভাগীয় বা বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে যায়। বর্তমানে ফেনী বাংলাদেশের অগ্রসর একটি জেলা হলেও অদ্যাবধি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ দেখা যাচ্ছে না। যার ফলে দেখা যাচ্ছে ফেনীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বা অনার্স পর্যায়ের কয়েকটি কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। ফলে গবেষণা বা সৃজনশীল ভিত্তিক জ্ঞানে পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। মেয়ে শিক্ষার্থীরা ছেলেদের চাইতে বেশি ভোগান্তির শিকার কারণ, মেয়েদের উচ্চ শিক্ষার জন্য জেলার বাহিরে পাঠাতে চান না অভিভাবকরা। অথচ নিজ জেলায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এই ভোগান্তির দৌরাত্ম্য কমে যেতো। অতএব, আশা করছি কর্তৃপক্ষ অতিদ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিবেন।
জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী।