নগরীতে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে প্রায় ২৮ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। গতকাল শনিবার ভোরে বাকলিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ একজনকে আটক করা হয়। আটক মো. রায়হান শেখ প্রকাশ ইলিয়াছ (২৫) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চল্লাদি এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে বলে র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, আটক ব্যক্তি কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ২৮ হাজার ৭৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা বলেও জানান তিনি।












