মীরসরাইয়ে সরে দাঁড়ালেন দুই বিদ্রোহী প্রার্থী

অনড় খৈয়াছরা ও ইছাখালীতে

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদার ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ফারুক তাদের মনোনয়ন প্রত্যাহার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন। এ সময় দলীয় শৃঙ্ক্ষলা ফিরিয়ে আনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক থেকে অব্যাহতি দেয়া সাইফুল্লাহ দিদারের ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা।
এদিকে অবশিষ্ট ১২ নং খৈয়াছরা ও ৬ নং ইছাখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আশা করছি খুব শীঘ্রই তাদের সাথে ও আলোচনায় বসে সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে আমাদের নেতৃবৃন্দ। সেখানে ভাল খবর আশা রাখছি। তবে উক্ত দুই ইউনিয়নে বিদ্রোহীদের নিয়ে এখনো উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধএগুলো এখন কালের সাক্ষী
পরবর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামে নির্বাচনী হাওয়া