মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই ইউনিয়নের দুই বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদার ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ফারুক তাদের মনোনয়ন প্রত্যাহার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন। এ সময় দলীয় শৃঙ্ক্ষলা ফিরিয়ে আনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক থেকে অব্যাহতি দেয়া সাইফুল্লাহ দিদারের ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞা।
এদিকে অবশিষ্ট ১২ নং খৈয়াছরা ও ৬ নং ইছাখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আশা করছি খুব শীঘ্রই তাদের সাথে ও আলোচনায় বসে সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে আমাদের নেতৃবৃন্দ। সেখানে ভাল খবর আশা রাখছি। তবে উক্ত দুই ইউনিয়নে বিদ্রোহীদের নিয়ে এখনো উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।