‘সি’ ইউনিটে পাশের হার ৫২ শতাংশ

চবি ভর্তি পরীক্ষা

চবি প্রতিনিধি | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ৪:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২জন।

তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ২৬১ জন৷ পাসের হার ৫১.৯৩% শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর (জিপিএসহ) ১০৮.২৫।

‘সি’ ইউনিটে আসন রয়েছে ৪৪১টি। গতকাল শুক্রবার এক শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া আজাদীকে বলেন, “সি’ ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল করেছেন ৪ হাজার ৮৭১ জন যা শতকরা ৪৮ দশমিক ০৮ শতাংশ। কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির ঘটনা ঘটেনি৷ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

আজ ‘ডি’ ইউনিটের দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোম ও মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩
পরবর্তী নিবন্ধরামুতে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত