হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে নাফিজ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রমজান আলী মুন্সীর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ ওই এলাকার মো. নাসিরের পুত্র।
নাফিজের চাচা জানান, সকালে নাস্তা খেয়ে আমরা পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত হয়ে পড়ি। নাাফিজ বাড়ির পাশে পুকুর থেকে সাইকেল ধোয়ার জন্য পানি নিতে গেলে পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করি। শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।