উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সমপ্রীতির জয়গান

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা সংসদ গতকাল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে। উদীচীর শিল্পীদের পরিবেশিত জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন-কাজী নুরুল আবছার এবং পতাকা উত্তোলন করেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী। এর পর পরিবেশিত হয় সংগঠন সঙ্গীত। শোভাযাত্রা সহকারে শহীদ মিনারে শহীদের পুস্পমাল্য অর্পণ এবং শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে আলোর মিছিল নিয়ে আসে। উদীচী চট্টগ্রামের শিল্পীরা গান পরিবেশন করে। ডা. অসীম চৌধুরী ও জয়তী ঘোষের সঞ্চালনায় উদীচী জেলা সংসদের আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক হোসাইন কবীর, কাবেরী সেন গুপ্তা, মোদাচ্ছের আলী, সুজিত চক্রবর্তী, সুচরিত দাশ খোকন, দেবাশীষ রুদ্র, আরিফুল্লাহ হাই, মৃত্যুঞ্জয় দাশ ও আবুল কাশেম।
সঙ্গীত পরিবেশন করেন সৃজামী ও সংগীত ভবন। আবৃত্তি পরিবেশন করেন শান্তনু মিত্র, দেবাশীষ রুদ্র, শর্মী নন্দী, মৌসুমী চক্রবর্তী, আচরারুল হক, সুজন ধর রাহুল ও হৈমন্তী ধর। একক সঙ্গীত পরিবেশন করেন কথা চন্দ ও সীমা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএফপিএবি চট্টগ্রাম শাখার ৪৫তম বার্ষিক সভা কাল
পরবর্তী নিবন্ধনার্সারি তৈরি বিষয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ