এবার অ্যাশেজ নিয়ে ভবিষ্যদ্বাণী ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে চলছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের ভাবনায় বিশ্বকাপ নয়, আগামী ডিসেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য অ্যাশেজ সিরিজ। ওই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড পাত্তা পাবে না বলেও বিশ্বাস করেন এই অজি বাঁ-হাতি ব্যাটার। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেকে যেন ফিরে পেয়েছেন ডেভিড ওয়ার্নার। দীর্ঘদিন পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। ৪২ বলে খেলেছেন বিধ্বংসী ৬২ রানের ইনিংস। তার এই ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াও জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই এসইএন রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে অ্যাশেজ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন ওয়ার্নার। ঘরের মাঠে হলেও অ্যাশেজকে চ্যালেঞ্জিং দাবি করে বলেছেন, অ্যাশেজ সবসময় চ্যালেঞ্জিং। গ্লেন ম্যাকগ্রা ৫-০ হলে খুশি হতেন তবে আবহাওয়ার কথা মাথায় রেখে বলছি অস্ট্রেলিয়া ৪-০ তে জিতবে। ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজটি। আর ১৪ জানুয়ারি পার্থে হবে শেষ টেস্ট।

পূর্ববর্তী নিবন্ধশতদল ক্লাবের ফুটবল দলকে জার্সি প্রদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উইজার্ড আয়োজিত মুজিব শতবর্ষ টি-১০ ক্রিকেট শুরু