চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান কালু মরার টেক এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম রানী আকতার (৬২)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া গ্রামের দুবাই প্রবাসী মো. ইউছুপ প্রকাশ কালু মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানিয়েছে, নিহত মহিলা সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।