বিশ্বকাপ পারফরম্যান্সের প্রভাব র‌্যাংকিংয়ে

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল র‌্যাংকিংয়ের ছয় নম্বর দল হিসেবে। কিন্তু বিশ্বকাপে গিয়ে সুবিধা করতে পারেনি মোটেও। আর তার প্রভাব পড়েছে সেই র‌্যাংকিংয়ে। ফলে গত মঙ্গলবার প্রকাশিত র‌্যাংকিংয়ে আট নম্বরে নেমে গেছে বাংলাদেশ। সর্বশেষ ২৬ অক্টোবর হালনাগাদ হয়েছে আইসিসির র‌্যাংকিং। তাতে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে দেখা যাচ্ছে টাইগারদের। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে হারের পরই দুই ধাপ পিছিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আর গত বুধবার তারা হেরেছে ইংল্যান্ডের কাছেও। বিশ্বকাপে বাংলাদেশের যে পারফরম্যান্স তাতে অনুমান করা যাচ্ছিল নতুন করে র‌্যাংকিং প্রকাশ হলে তাতে আরও অবনতি দেখা যাবে বাংলাদেশের। বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে না পারলে চলে যাবে দশেরও নিচে। বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট থাকলেও টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া। নয় নম্বরে রয়েছে শ্রীলংকা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে গেলেও সে প্রত্যাশা মোটেও পূরণ করতে পারেনি বাংলাদেশ। প্রথম পর্বে হেরে গেছে স্কটল্যান্ডের কাছে। পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করলেও সেখানে আরো হতশ্রী অবস্থা টাইগারদের। এরই মধ্যে হেরেছে শ্রীলংকা এবং ইংল্যান্ডের কাছে। পরের তিন ম্যাচে কেমন করবে সেটা এক রকম অনুমেয়। যেহেতু বাংলাদেশ দলের ভেতরে এবং বাহিরে এখন বিরাজ করছে হতশ্রী অবস্থা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উইজার্ড এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট আজ শুরু
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপ আজকের খেলা