মোশাররফ এখন ড্রাইভার

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

পরিচালক ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ নামে এক চলচ্চিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম ও মাহিয়া মাহি। ইতোমধ্যে মোশাররফ করিমকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান ইফতেখার, মাহির পাশাপাশি অভিনেতা সজলকেও এ সিনেমায় পাওয়া যাবে বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
নির্মাতা জানান, এতে ড্রাইভারের চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। সাত বছর আগে মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার একটি কাজ করার কথা ছিল কিন্তু সেটা হয়নি। এবার তিনি কাজটি করছেন। আশা করছি ভালো কিছু হবে। কুইট অব সেট প্রোডাকশনের প্রযোজনায় এ সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরে।

পূর্ববর্তী নিবন্ধসেন্সরে ‘লাল মোরগের ঝুঁটি’
পরবর্তী নিবন্ধশহর একটা কুরুক্ষেত্র …