কালীপুরে ইয়াবা ও হোন্ডাসহ আটক দুই

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাট এলাকায় ইয়াবা ও হোন্ডাসহ দুই জনকে আটক করেছে রামদাশ হাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস আই মো. রাকিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। বুধবার রাতে পুর্ব কোকদন্ডী এলাকার আহমদ হোসেনের পুত্র মনির আহমদ (২৫) আর পুকুরিয়ার ৫ নং ওয়ার্ডের নুরুল হকের পুত্র মো. মারুফ (২০ কে রামদাশ মুন্সির হাটের পশ্চিম পাশে মন্‌জুর মিয়ার কলোনী ইয়াবা বিক্রি কালে আটক করে বলে পুলিশ সূত্রে জানা যায়। আটকের সময় তাদের কাছে ৩৬ পিছ ইয়াবা পায় পুলিশ। পরে রামদাশ হাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস আই মো. রাকিব বাদী হয়ে মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করলে তাদের দুই জনকে জেল হাজতে প্রেরন করা হয় বৃহস্পতিবার। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামাল উদ্দিন বলেন মাদকসহ নানাভাবে অপরাধে জড়িত হবে তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না।
অপরাধীতে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানান জানান।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও যুবদলের বস্ত্র ও খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধনারী উদ্যোক্তা সৃষ্টিতে মমতার সেলাই প্রশিক্ষণ কর্মশালা