কালীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাট এলাকায় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে পূর্ব কোকদণ্ডী এলাকার আহমদ হোসেনের পুত্র মনির আহমদ (২৫) এবং পুকুরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হকের পুত্র মো. মারুফকে (২০) ইয়াবা বিক্রিকালে আটক করে বলে পুলিশ সূত্র জানায়। আটকের সময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, রামদাশ হাট পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ, আছাদগঞ্জ, চাক্তাই এলাকায় তাহের-আজাদ পরিষদের গণসংযোগ
পরবর্তী নিবন্ধঅর্ধকোটিরও বেশি মানুষের চিকিৎসা হয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে