বোয়ালখালীর জ্যৈষ্টপুরা শাক্যমুনি বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব গত ২৮ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। এ উপলক্ষে বিহার প্রাঙ্গনে এক সদ্ধর্ম সভা অধ্যক্ষ সোমানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ ধর্মরশ্মি জিনানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন সদ্বর্মকোবিদ এস লোকজিৎ থেরো। প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ বোধিমিত্র মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন তিলোকানন্দ মহাথের, লোকানন্দ মহাথের, প্রজ্ঞাসার মহাথের, লোকপ্রিয় মহাস্থবির, শরণসেন মহাস্থবির, জিনরতন স্থবির, শুভানন্দ স্থবির, অধ্যক্ষ দীপক তালুকদার, অধ্যক্ষ প্রফেসর সুষেন কুমার বড়ুয়া, খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম, অধ্যাপক কুণাল বিকাশ চৌধুরী, কমল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি। দিপক বড়ুয়া। সুভাষ চন্দ্র বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনা ও রতনানন্দ ভিক্ষুর উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন বিধূভূষণ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, শিক্ষক সুদর্শী বড়ুয়া, তড়িৎ বড়ুয়া, দিলীপ বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।