চমেক প্যাথলজি বিভাগের ল্যাবে মাইক্রোস্কোপের যন্ত্রাংশ চুরি

৪ সদস্যের তদন্ত কমিটি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্যাথলজি বিভাগের ল্যাব থেকে মাইক্রোস্কোপের বেশ কিছু পার্টস (যন্ত্রাংশ) চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কক্ষের জানালা ভেঙে চোরেরা এসব যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চমেক প্রশাসন। ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শওকত হোসেনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার আজাদীকে বলেন, বিষয়টি আমরা পুলিশকে অবহিত করেছি। পুলিশ এসে বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ল্যাবের জানালা ভেঙে দুজন চোরকে ভিতরে প্রবেশ করতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। ভোর ৪টা ১০ মিনিটে কক্ষ থেকে তাদের বের হতে দেখা যায়। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। প্রয়োজনে থানায় মামলা করা হবে বলেও জানান চমেক অধ্যক্ষ।
ল্যাব থেকে ১০টি মাইক্রোস্কোপের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে বলে চমেক সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়
পরবর্তী নিবন্ধকাউন্সিলর হওয়ার ২০ দিন পর জামিনে মুক্তি পেলেন টিনু