১ম ও ২য় প্রফেশনাল এমবিবিএস-বিডিএস পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন মেডিকেল কলেজগুলোর ১ম ও ২য় প্রফেশনাল এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২০ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা বেশ কয়েকবার পিছিয়ে যায়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে এসব পরীক্ষা নেয়া হয়। আর পরীক্ষার মাস দেড়েকের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানালেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান।
প্রকাশিত ফলাফলে ১ম প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় ৭২.১১ শতাংশ এবং ২য় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় ৯১.২৮ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে, ১ম প্রফেশনাল বিডিএস পরীক্ষায় ৭৩.৩৮ শতাংশ এবং ২য় প্রফেশনাল বিডিএস পরীক্ষায় ৮৯.৭৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধ২২ সালে ২২ দিন ছুটিতে সাপ্তাহিক বন্ধ ৬ দিন
পরবর্তী নিবন্ধকর প্রশাসনের দুই কর্মকর্তাকে বদলি