চবিতে ভর্তি পরীক্ষায় যাতায়াতে তথ্যমন্ত্রীর ফ্রি বাস সার্ভিস

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় যাতায়াত করার জন্য ফ্রি বাস সার্ভিস চালু হয়েছে। তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্যোগে গতকাল বুধবার সকাল ৭ টার দিকে এই বাস সার্ভিস চালু হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ সংগঠনের সহযোগিতায় প্রতিদিন বাস সার্ভিস রাঙ্গুনিয়ার রোয়াজারহাট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবে। রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক হিমু বড়ুয়া বলেন, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ৩০ জন ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে ফ্রি বাস সার্ভিস চালু হয়। অগামী ২ নভেম্বর পর্যন্ত প্রতিটি ইউনিটে এ বাস সার্ভিস সেবা চালু রাখা হবে। রাঙ্গুনিয়া থেকে ভর্তি পরীক্ষা দিতে ১২০ পর্যন্ত শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বাসের আসন থাকা সাপেক্ষে চবির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় যেতে শিক্ষার্থীদের নিবন্ধন করে এই সার্ভিস নিতে পারবে ।
বুধবার সকালে উপজেলার রোয়াজারহাটে বাস সার্ভিস চালুর সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আশফাকুর রহমান, মোরশেদুল ইসলাম, আব্দুল্লাহ মাহমুদ, আবদুল হালিম, মো. আরফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা যুদ্ধে আব্দুল হকের অবদান স্মরণীয়
পরবর্তী নিবন্ধনারীর উন্নয়ন ও ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল : হাসিনা মহিউদ্দিন