চট্টলতত্ত্ববিদ আব্দুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

আব্দুল হক চৌধুরী স্মৃতি পরিষদ, নোয়াজিষপুর সরকারি প্রাইমারী স্কুল ও পরিবারের যৌথ উদ্যোগে চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এত উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অপর্ণ, জেয়ারত, খতমে কোরআন ও মুনাজাতের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নোয়াজিষপুর সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা রানী দাশ, সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, সহকারী শিক্ষিকা সৈয়দা রুবিয়া সুলতানা, নাসরিন আক্তার, সাবরিনা আক্তার, পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন এবং পরিবারের পক্ষে অধ্যক্ষ (অবঃ) শহীদুল আমিন চৌধুরী ও ড. মনজুর-উল-আমিন চৗধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধস্বাধীনতা যুদ্ধে আব্দুল হকের অবদান স্মরণীয়