আল্লামা তৈয়ব শাহ্ (রহ.) এর একনিষ্ঠ মুরিদান গাজী মোহাম্মদ আবু তৈয়ব গতকাল বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত জামেয়া এবং আঞ্জুমানে নিরলসভাবে খেদমত করে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ৬ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল বাদ মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দানে আল্লামা সাবির শাহ (ম.জি.আ) এর ইমামতিতে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১ টায় বাঁশখালীর কাথরিয়াস্থ রজি উল্লাহ মুন্সি বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দীন, সিরাজুল হক, গিয়াস উদ্দীন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, চট্টগ্রাম মহানগর সভাপতি মাহাবুবুল আলম, সেক্রেটারি মো. আবদুল্লাহ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












