মার্কিন শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনকে (এফডিএ) ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাস টিকা অনুমোদনের সুপারিশ করেছে বিশেষজ্ঞদের একটি প্যানেল। মঙ্গলবার প্যানেলভুক্ত প্রায় সব বিশেষজ্ঞ শিশুদের জন্য এই টিকা অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন। টিকাটির সুফল এর ঝুঁকিকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন তারা। খবর বিডিনিউজের।
১৮ জন বিশেষজ্ঞ প্যানেলের ১৭ জনই অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন, একজন ভোট দানে বিরত ছিলেন। এফডিএ বাইরে থেকে আনা বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করতে বাধ্য না হলেও সাধারণত তা অনুসরণ করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই বয়সী প্রায় দুই কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনতে এই অনুমোদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এই বয়সী অধিকাংশ শিশুই এখন স্কুলে ফিরেছে। আগামী সপ্তাহ থেকেই শিশুদের এই টিকা পাওয়া যেতে পারে বলে জানিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধব্যস্ত সড়কে উটপাখি
পরবর্তী নিবন্ধসীমান্ত খোলার প্রস্তুতি অস্ট্রেলিয়ার