চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চলমান প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হয়ে যাবে আগামী নভেম্বরের প্রথম দিকেই। এর আগে কাল ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১ম বিভাগ ফুটবল লিগ। এ দুটি লিগ আয়োজনের পর সিজেকেএস-সিডিএফএ এবার ২য় বিভাগ ও ৩য় বিভাগ লিগ আয়োজনে নামছে। এই দুটি ফুটবল লিগ আগামী নভেম্বরের শেষ সপ্তাহ হতে শুরু হবে। ২য় বিভাগ ফুটবল লিগের খেলোয়াড় দলবদল আগামী ১৫-১৭ নভেম্বর প্রতিদিন বিকাল ৪ টা হতে রাত ৮টা পর্যন্ত সিজেকেএস জিমন্যাশিয়ামস্থ সিডিএফএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে দলসমূহকে প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে ৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণে ইচ্ছুক দলসমূহকে আগামী ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টার মধ্যে ক্লাব বা সংস্থার প্যাডে সাধারণ সম্পাদকের স্বাক্ষরে অংশগ্রহণের সম্মতিপত্র সিডিএফএ কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।