রেলওয়ে রেঞ্জার্সের ফুটবল কমিটি গঠন

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ আয়োজিত ১ম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দল বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স চট্টগ্রাম এর ফুটবল কমিটি গঠনকল্পে এক সভা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিজেকেএসে’র অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম। এতে উপস্থিত ছিলেন মো. নফেল আহমেদ, আবু বকর ছিদ্দিক,মাসুদুর রহমান নয়ন, মো. নাছির,মো. আরিফ প্রমুখ। সভায় এস এ কর্পোরেশনের সত্ত্বাধিকারী শাহ আলমকে চেয়ারম্যান, হাইটেক ইঞ্জিনিয়ারসের মালিক মো. নফেল আহমেদকে সম্পাদক, মো. আবু বকর ছিদ্দিককে ম্যানেজার, মো. নাছির প্রধান কোচ, আবুল মনসুর,মাসুদুর রহমান,নাজিম উদ্দিন এনেল সহ ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমনজুর আলমকে সংবর্ধিত করল মাদারবাড়ি উদয়ন সংঘ
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ফুটবল লিগ কাল শুরু