‘এ এমন পরিচয়’

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

শ্যামল মাওলা ও আইশা খান অভিনীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবালের অরিজিনাল ড্রামা সিরিজ ‘এ এমন পরিচয়’ মুক্তি পেল গতকাল বুধবার। নির্মাতা নজরুল ইসলাম রাজু বাংলাদেশে জিফাইভ গ্লোবালের প্রথম মৌসুমভিত্তিক এ পরিবেশনা পরিচালনা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জি ফাইভ। খবর বিডিনিউজের।
শ্যামল ও আইশা ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জমামান সেলিম ও রোজী সিদ্দিকী জুটি। সিরিজের গল্প এমন-কাহিনী নয়নতারাকে ঘিরে যিনি ভাই হত্যার প্রতিশোধ নিতে হাজির হন ঢাকার প্রখ্যাত মির্জা হাউজে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন তিনি ভাই হত্যার সন্দেহভাজন রুদ্রের প্রেমে পড়েন এবং হত্যা রহস্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যা তাকে বাধ্য করে ভিন্ন পথে হাঁটতে।
এতে রুদ্র ও নয়নতারার চরিত্রে অভিনয় করছেন শ্যামল ও আইশা। এর আগে ‘কন্ট্রাক্ট’, ‘মাইনকার চিপায়’ ও ‘যদি কিন্তু তবুও’র মতো বাংলাদেশি অরিজিনালগুলো দেশে ও দেশের বাইরে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ বিশ্বজুড়েই আলোচিত হয়েছে।
তদন্ত শেষে গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক ডিবি কর্মকর্তার ‘১৮ ঘণ্টা সময় কাটানোর’ খবর গণমাধ্যমে আসার পর এ মামলার তদন্তভার সিআইডির কাছে গিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধজাপানি ভিডিও গেমসের চরিত্রে মেহজাবিন
পরবর্তী নিবন্ধ২৮ বছর, ২৮ ফানুস