রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের লোহারপুল এলাকায় খালে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম নুরুল আমিন (৬৫)। তিনি স্থানীয় মৃত এয়াকুব আলীর পুত্র। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি কাউখালী খালে মাছ ধরতে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন। নিহত নুরুল আমিনে পুত্র জাহেদ হোসেন জানান, তাঁর পিতা গোচরা চৌমুহনী হাফেজ চৌধুরী মার্কেটে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় কাউখালী খালে জাল নিয়ে মাছ মারতে যান। দীর্ঘ সময় পরেও ঘরে না এলে খোঁজাখুজি করা হয়। বুধবার সকালে একই এলাকায় লাশ পানিতে ভাসতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।