গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানাধীন হযরত শাহ সূফী মাওলানা সৈয়দ খলিলুর রহমান (রহ.) বাড়ি ইউনিটের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৫ তম সুন্নি সম্মেলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল (দ.) পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.)। তিনি বলেন, সংখ্যাগুরু মুসলিম দেশে সংখ্যালঘু অমুসলিমরা মুসলমানদের কাছে আমানত স্বরূপ। মহানবী (দ.) সর্ব জাতির সর্ব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমূলক মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অন্য ধর্ম বা যে কোনো ধর্মানুভূতিতে আঘাত করা ইসলাম কখনও সমর্থন করে না।
মুহাম্মদ ফরিদ আলম ইমরান ও এনামুল হক এনামের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আনজুমান এ- রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ।
বায়তুন নূর জামে মসজিদ ওয়াকফ এস্টেট : হাটহাজারী নাঙ্গলমোড়াস্থ হেদায়েত আলী মসজিদ প্রকাশ বায়তুন নূর জামে মসজিদ ওয়াকফ এস্টেটের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) হেদায়েত আলী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে গত বুধবার অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে আালোচনা করেন মসজিদের খতিব মৌলানা মো. মুসলিম উদ্দিন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি রবিউল আলম, সেক্রেটারি সফিউল আলম বাবুল, সহ-সভাপতি সাহাব উদ্দিন, রফিকুল আলম। আয়োজক কমিটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৌহিদুল আলম (শাহজাহান), সালাউদ্দিন আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মো. আলমগীর, মোয়াজ্জিন হাফেজ শহিদ উল্লাহ প্রমুখ।
হারবাংগিরী দরবার : বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সুন্নী সম্মেলন গত ২২ অক্টোবর দরবারের ময়দানে অনুষ্ঠিত হয়। হারবাংগিরী দরবারের সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া শাহ আল-হারবাংগিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মোকলেছুর রহমান বাঙ্গালী। উদ্বোধক ছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান রিজভী। প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা ফখরুদ্বীন চাঁদপুরী। প্রধান আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ সাঈদ উল্লাহ ফতেপুরী।
হামেদিয়া শাহ্ মজিদিয়া খানকাহ্ : হামেদিয়া গারাংগিয়া সিলসিলার চট্টগ্রাম মহানগরীর ঘাটফরহাদবেগ খলিফাপট্টিস্থ হামেদিয়া শাহ্ মজিদিয়া খানকাহ্ শরীফ জামে মসজিদে গত বুধবার বাদ আছর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়। খানকাহ্ শরীফের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন পটিয়া নলন্দা শাহ আফজল আউলিয়া (র:) জামে মসজিদের খতিব আল্লামা মাওলানা মোহাম্মদ এনাম উদ্দীন মাইজভান্ডারী, বিশেষ আলোচক ছিলেন হামেদিয়া শাহ্ মজিদিয়া খানকাহ্ শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।