সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মওলানা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত।
সাংবাদিক এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড. এম এনায়েত উল্লাহ হিরু, ডেইলী লাইফের নির্বাহী সম্পাদক বেলায়েত হোসেন, অধ্যক্ষ মুছা সিকদার, সৈয়দ মো. হাসান মারুফ রুমী, কবি সজল দাশ, সাজিদুল আনোয়ার, ব্যাংকার মো. জামশেদ আহমেদ প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি বলেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন মওলানা ভাসানীর একান্ত অনুসারী। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন।
মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, গিয়াস কামাল চৌধুরী যেইসব মানুষ ও সংগঠনের উপকার করেছিলেন সেইসব উপকারভোগী মানুষ ও সংগঠন আজ তাঁকে ভুলে গেছে। উপকারীর উপকার ভুলে যাওয়া অকৃতজ্ঞ মানুষের কাজ। প্রেস বিজ্ঞপ্তি।