সীতাকুণ্ডে ২টি খাবার দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার পৌরসদর এলাকার দুইটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং নোংরা পরিবেশে খাবার তৈরির কারণে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। অভিযানে পৌর সদরের মিষ্টির দোকান কনিকা সুইটকে নোংরা পরিবেশে এবং খাদ্যে মেয়াদ তারিখ না থাকায় ৫ হাজার টাকা এবং আপন হোটেল এন্ড রেস্তোরাঁকে ফ্রিজের মধ্যে দীর্ঘদিনের বাসি খাবার রাখার দায়ে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফাতেমা আক্তার, সীতাকুন্ড মডেল থানার এসআই মাহবুব।