শ্যামা পূজায় মৌন প্রতিবাদ কর্মসূচি

পূজা পরিষদের সভায় কেন্দ্রীয় সভাপতি

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে ও পরবর্তীতে সংগঠিত সাম্প্রদায়িক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আসন্ন শ্যামা পূজায় প্রতিবাদি কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে হিন্দু ফাউণ্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্মল চট্যার্জী বলেন, আসন্ন শ্যামাপূজায় পূজার্থীদের আয়োজন অনুসারে প্রতিমা/ঘট/স্থায়ী বিগ্রহে পূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রতিককালে সংগঠিত ঘটনার প্রতিবাদে সকল শ্যামা পূজা মন্ডপে পূজার্থীরা সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা স্ব স্ব মন্দিরে নীরবতা পালন কর্মসূচি কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। এছাড়াও পূজা মন্ডপে প্রবেশের দ্বারে কালো কাপড়ে সহিংসতা বিরোধী শ্লোগান ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ লিখিত ব্যানার টাঙ্গানোর সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী, এড. নিতাই প্রসাদ ঘোষ, এড. চন্দন বিশ্বাস, আশিষ ভট্টাচার্য্য, এড. চন্দন তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউদালিয়াকে ইউনিয়ন করার দাবিতে সমাবেশ
পরবর্তী নিবন্ধনাটাব চট্টগ্রাম শাখার নির্বাহী কমিটির সভা