প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী বাকলিয়া একাদশ ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। আবাসিক ক্যাম্প উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, মো. হারুন আল রশীদ, কাউন্সিলর লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, ইঞ্জি: জসিম উদ্দীন, রায়হান উদ্দীন, সুমন দে, কাজী জসিম উদ্দীন, আলী হাসান রাজু, বাকলিয়া ফুটবল দলের প্রশিক্ষক শাহনেওয়াজ চৌধুরী শামীম, ম্যানেজার মো. নেজাম উদ্দিনসহ বাকলিয়া একাদশের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।