চিটাগাং ক্লাবে দীর্ঘ মেয়াদী স্কোয়াশ প্রশিক্ষণ শুরু

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট সফল সমাপ্তির পর চট্টগ্রামে প্রথমবারের মত বিদেশী কোচের অধীনে দীর্ঘ মেয়াদী স্কোয়াশ প্রশিক্ষণ শুরু হয়েছে। এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রশিক্ষণ ক্যাম্পের প্রাক্কালে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় অভিজ্ঞ ইরানী কোচ মোহসেন গোলাম নাজেদ জাবিদ এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণে চিটাগাং ক্লাবের সদস্যদের সন্তান এবং বিকেএসপির নবীন খেলোয়াড়রা অংশ নেবে। প্রশিক্ষণ প্রদান শেষে লেভেল ওয়ান সার্টিফিকেট প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান এস এ গ্রুপের এম ডি সাজ্জাদ আরেফিন আলম। তিনি বলেন একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নাই। এই প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের নতুন খেলোয়াড়রা বিদেশের মাটিতেও দেশের সম্মান উপরে তুলে ধরতে পারবে। বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম (অবঃ)। তিনি এস এ গ্রপের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি স্কোয়াশ খেলার মত একটি আন্তর্জতিক জনপ্রিয় খেলাকে চট্টগ্রাম তথা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য সার্বিকভাবে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। এছাড়া চিটাগাং ক্লাব স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ হাবীব (রনি) এবং স্কোয়াশ ফেডারেশনের ইসি কমিটি মেম্বার ইউসুফ আলী মনসুর এবং কোচ মোহসেন গোলাম নাজেদ জাবিদ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধকল্লোল সংঘের ফুটবল কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের ৪টি কো.ফাইনাল সম্পন্ন